চীনে ৯০০ কর্মী ছাঁটাই করবে হোন্ডা

৩ ডিসেম্বর, ২০২৩ ২৩:০০  

জাপানি অটোনির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা চীনের বাজারে ৯০০ কর্মী ছাঁটাই করবে। বিদ্যুচ্চালিত গাড়ির দ্রুত সম্প্রসারণের কারণে বাজার প্রভাবিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর নিক্কেই এশিয়া।

এর আগে গত নভেম্বরে কর্মী ছাঁটাইয়ের নোটিস দিয়েছে সরকারি মালিকানাধীন অটোনির্মাতা প্রতিষ্ঠান গুয়াংজু। প্রতিষ্ঠানটি ১৩ হাজার কর্মীর প্রায় ৭ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা জানায়।

তারও আগে জুলাইয়ে জাপানের আরেক অটো নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা কোম্পানি এক হাজার কর্মী ছাঁটাই করেছিলো।

ডিবিটেক/বিএমটি